ফের ঠাকুরদা হলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব । মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে লালু-পুত্র তেজস্বী যাদবের পুত্রসন্তান । সদ্যোজাত সন্তানের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তেজস্বী । হাসপাতাল সূত্রে খবর, সন্তান এবং মা দু’জনেই এখন ভালো আছেন । সোমবার রাতেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তেজস্বীর স্ত্রীকে । সেখানে মঙ্গলবার সকালে তিনি পুত্রসন্তানের জন্ম দেন । সদ্যোজাতকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, “ওর স্ত্রী ন’মাস ধরে কলকাতায় আছেন । আমি সেটা জানতাম । গতকাল রাতেই তেজস্বী আমায় বলেছিল, ওর স্ত্রীর আজ

অপারেশন । সকাল ৬টা ১৪মিনিটে আমায় মেসেজ করে জানায় পুত্রসন্তান হওয়ার খবর । ৬টা ১৬ মিনিটে আমি ওকে জানিয়েছিলাম, এগারোটার সময় হাসপাতালে ওকে আমি দেখতে যাব । সেই মতো আমি এসেছিলাম । ওরা দু’জনেই খুব ভালো আছে । খুব মিষ্টি দেখতে হয়েছে ছেলেকে । লালুর সঙ্গেও আমার দেখা ও কথা হল ।” ২০২৩ সালে তাঁর কোলে আসে ফুটফুটে কন্যাসন্তান । আর এবার পরিবারে এল এক পুত্রসন্তান । সদ্যোজাতকে দেখতে রবিবারই কলকাতায় চলে এসেছে লালু ও তাঁর পরিবার । এদিন সন্তানের জন্মের পর তেজস্বী জানান, “আমার প্রথম মেয়ে হয়েছিল নবরাত্রির সময় । তাই ওর নাম বাবা রেখেছিল কাত্যায়নী । এবার ছেলে হল মঙ্গলবার । হনুমান জয়ন্তীর দিন । অনেকই ওর অনেক নাম ভাবছে । তবে বাবা (লালু) যে নামটা রাখবে সেটাই ওর নাম হবে ।”