জেলা

এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশেনের খড়্গপুর টাউন শাখার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সাহায্য প্রদান

প্রিয়াঙ্কা সেনগুপ্ত, মেদিনীপুরঃ আজ সকালে পানাছত্র প্রাথমিক বিদ্যালয়ে এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশেনের খড়্গপুর টাউন শাখার পক্ষ থেকে বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীদের ব্যাগ, পেনসিল বক্স, জলের বটল, স্কেল, পেন, ইরেজার, পেনসিল, তিন কপি খাতা সহ টিফিন সম্পূর্ন বিনামূল্যে বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংশ্লিষ্ট ব্যাঙ্কের রিজিওন্যাল ম্যানাজার সৌরভ ঘোষ ও খড়্গপুরের আই আই টি, কৌশল্যা, ভবানীপুর,

ইন্দা, স্টেশন রোড শাখার ম্যানাজার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দে ও সহ শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জয়দেব জানা, ছাত্র-ছাত্রী রা ও তাদের অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন। পেনশনার্স অ্যাসোসিয়েশেনের সাধারন সম্পাদক গুরুদাস কুন্ডু, সভাপতি সুব্রত মুখোপাধ্যায়, সিনিয়র পেনসনার্স অসিত বরন ঘোষ, অনিল চন্দ সহ অনেকেই ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দে মহোদয়ের সঞ্চালনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিয়ে অতিথি, অভিভাবক-অভিভাবিকা-শুভানুধ্যায়ীদের সামনে নাচ-গান-আবৃত্তি-বক্তব্যের মনোজ্ঞ, তাৎপর্য্যময়, চিত্তাকর্ষক ও বার্তাবহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের হৃদয় জয় করে নেয়। এলাকায় বেশ সাড়া পড়েছে। অনুষ্ঠানটি প্রায় দুঘন্টার বেশী সময় ধরে চলে।