ফের কাছাকাছি আসছেন নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প! বেশ কিছুদিন ধরেই সে ইঙ্গিত মিলছিল। এ বার নিজেদের মধ্যের দূরত্ব ঘোচানোর পথে আরও একধাপ এগিয়ে গেলেন দুই রাষ্ট্রপ্রধান। ইজরায়েল এবং হামাসের মধ্যে শান্তিপ্রক্রিয়ায় ট্রাম্পের কৃতিত্ব মেনে নিয়ে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের সঙ্গে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়েও কথা হয়েছে প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেন প্রধানমন্ত্রী। মূলত গাজা শান্তিচুক্তির প্রথম দফার সাফল্যের জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানান মোদি। এছাড়াও ভারত-আমেরিকার সম্পর্কের উন্নতি এবং বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। সোশাল মিডিয়ায় ট্রাম্পের সঙ্গে ওই ফোনালাপের কথা জানিয়েছেন মোদি নিজেই। প্রধানমন্ত্রী বলেন, ‘গাজার ঐতিহাসিক শান্তিচুক্তি নিয়ে আমার বন্ধু ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। এই চুক্তির জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। একই সঙ্গে আমাদের বাণিজ্যচুক্তির আলোচনায় উন্নতি নিয়েও কথা হয়েছে।”


