ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলেছিল আড়াই বছরের শিশুকন্যা। ভুলবশত বিছানাতেই প্রস্রাব করে ফেলেছিল। এর জন্যেই প্রায় নিত্যদিন কড়া শাস্তির মুখোমুখি হতে হত শিশুকন্যাকে। শিশুকন্যাকে চরম শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল পরিচারিকাদের বিরুদ্ধে। তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে দেয় তারা। সূত্রের খবর, নৃশংস ঘটনাটি ঘটেছে কেরলের তিরুবনন্তপুরমে। একটি সরকারি চিল্ড্রেনস হোমে চরম শারীরিক নির্যাতনের শিকার হয় আড়াই বছরের শিশুকন্যা। এই কাণ্ডে কেরল স্টেট কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের তিনজন পরিচারিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি আড়াই বছরের শিশুকন্যাকে রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নার্সরা খেয়াল করেন, শিশুকন্যার যৌনাঙ্গের চারপাশে নখের আঁচড়ের দাগ। রীতিমতো ক্ষতবিক্ষত তার যৌনাঙ্গ। ঘটনাটি দ্রুত জানানো হয় পুলিশে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুকন্যাকে নিত্যদিন শারীরিক নির্যাতন করতেন পরিচারিকারা। পুলিশি জেরায় তিন পরিচারিকাই স্বীকার করে নেন, শিশুকন্যাকে তাঁরা নির্যাতন করতেন। বিছানায় প্রস্রাব করায় শাস্তি দেওয়া হত তাকে। তিনজনকে গ্রেপ্তার করে পকসো সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।